কিশোরগঞ্জে ৭৯ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন উদযাপন

জুমবাংলা ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে উদযাপিত হলো রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ৭৯তম জন্মদিন।

এ উপলক্ষে আজ (১ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ পৌরসভায় ৭৯ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও কর্মকর্তা-কর্মচারীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিন উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং নগর মাতৃসদনের পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।

এছাড়া আজ বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামেও বর্ণাঢ্য আয়োজনে রাষ্ট্রপতি আবদুল হামিদের জন্মদিন উদযাপন করা হয়।