রাজধানীর আদাবরের বালুর মাঠ এলাকায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে মোহাম্মদ রিপন ওরফে নিপু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিপন রাজু গ্রুপ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন।
ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একে এম মেহেদী হাসান জানান, মঙ্গলবার ভোরে আদাবরের ১৭ নম্বর বালুর মাঠ এলাকায় প্রতিদ্বন্দ্বী বেলচা মনির গ্রুপের সদস্যরা রিপনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরও জানান, নিহত রিপনের বিরুদ্ধে ভোলার তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় দুটি মামলা রয়েছে। মরদেহ বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
স্থানীয়রা জানান, নিহত রিপন কিশোর গ্যাং রাজু ওরফে ভাইগ্না রাজুর ভাই। কিছুদিন আগে প্রতিদ্বন্দ্বী আয়েশা গ্রুপ রাজুকে কুপিয়ে গুরুতর আহত করেছিল।
এলাকাবাসীর অভিযোগ, কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ার কারাগারে থাকায় তার ঘনিষ্ঠ সহযোগী বেলচা মনির এলাকায় আধিপত্য বিস্তার করছে। মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণও তার হাতে রয়েছে।
তবে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘আমার এলাকায় এই ধরনের কোনো ঘটনার খবর জানা নেই। এছাড়া আদাবর ১০ নম্বর এলাকায় কোনো বস্তিও নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।