জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে অক্সিজেন এলাকায় কিশোর গ্যাং গডফাদার হিসেবে গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত সেই আওয়ামী লীগ নেতা হাজী আবদুন নবী ওরফে লেদুর ২৬ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বর্হিভূত প্রায় ৭৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধান শেষে গতকাল মঙ্গলবার দুদক, সজেকা চট্টগ্রাম—২ এর সহকারী পরিচালক মো. আবদুল মালেক মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির উপরিচালক আতিকুল ইসলাম। সাবেক আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় থেকে জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ থাকা এই লেদুর বিরুদ্ধে ২০২১ সালের ১৩ এপ্রিল অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদকের গোয়েন্দা ইউনিট। ২০২২ সালের ৭ আগস্ট থেকে লেদুর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান শুরু করেন দুদক কর্মকর্তা মো. আবদুল মালেক।
দুদক সুত্র জানায়, নোটিশ পাওয়ার পর ২০২৩ সালের ১৪ আগস্ট অনুসন্ধান কর্মকতার্র কাছে সম্পদ বিবরণী জমা দেন লেদু। দাখিল করা সম্পদ বিবরণীতে ২৬ লাখ ১৪ হাজার ১২৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন লেদু। এছাড়া তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৬ লাখ ৬৪ হাজার ২৯১টাকার সম্পদ অসাধু উপায়ে অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।
স্থানীয় সূত্র জানায়, নগর আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার অনুসারী পরিচয় দিয়ে লেদু অক্সিজেন এলাকায় অপরাধ কর্মকান্ডের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। তার নিজস্ব একটি বাহিনী আছে। তার ভাগিনা আনোয়ার ওই বাহিনীর সক্রিয় সদস্য।
লোকমান নামের এক ভুক্তভোগী জানান, এক যুগ আগে বালুছড়া এলাকায় তার মামার কেনা দুই কোটি টাকার সম্পত্তি লেদুর প্রত্যক্ষ সহযোগিতায় জোরপূর্বক দখলে নেন লেদু বাহিনীর সদস্যরা। দীর্ঘদিন ধরে অক্সিজেন ও আশপাশের এলাকায় অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছেন লেদু। প্রতারণাই তার মূল ব্যবসা। স্কুলের গন্ডি পার হননি। চাঁদাবাজি, মাদকব্যবসা, জায়গাজমি দখলদারি হচ্ছে মূল কাজ।
সম্প্রতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কফিলউদ্দিন খান গণমাধ্যমকে বলেন, ‘লেদু হাজীকে এই এলাকার লোক লেদু গুন্ডা নামেই চেনেন। লেদু হাজী যে বাড়িতে বসবাস করে তা খালের উপর অবৈধভাবে নির্মিত। আমি বহু চেষ্টা করেও বাড়িটি উচ্ছেদ করতে পারিনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।