জুমবাংলা ডেস্ক : করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
৩১ অক্টোবর বাউবি পরিচালক ড. আনিস রহমান স্বাক্ষরিত স্টুডেন্টসাপোর্ট সার্ভিসের বিভাগ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১২টি আঞ্চলিক কেন্দ্রের বিএ / বিএসএস এর ২য় থেকে ৬ষ্ঠ সেমিস্টারের সকল শিক্ষার্থীরা দুই ধাপে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন। এক্ষেত্রে বিএ বা বিএসএস প্রোগ্রামের ২য় সেমিস্টারের ২০১৯-২০ ব্যাচের শিক্ষার্থীকে কোর্স ও আনুষাঙ্গিক ফি বাবদ অনলাইনে প্রথম কিস্তিতে ১ হাজার ৮০০ ও পরবর্তী কিস্তিতে ১ হাজার ৭৪০ টাকা পরিশোধ করতে হবে।
অপরদিকে ৬ষ্ঠ সেমিস্টারের ২০১৮ সালের আগের ব্যাচের শিক্ষার্থীকে ব্যাংকের মাধ্যমে ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে ২ নভেম্বর (সোমবার) পর্যন্ত এ সুবিধা প্রযোজ্য থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।