Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কিয়েভ থেকে পালিয়ে ভারতে বিয়ের পিঁড়িতে
    আন্তর্জাতিক

    কিয়েভ থেকে পালিয়ে ভারতে বিয়ের পিঁড়িতে

    April 12, 20223 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনের রাজধানী কিয়েভে গত মাসে যখন বৃষ্টির মতো বোমা পড়ছিল, সেসময় নিজের বাসায় তালা মেরে ভারতে পালিয়ে আসেন আনা হোরোদেৎস্কা, সঙ্গে নিয়ে আসেন কয়েকটি টিশার্ট আর একটি কফি মেশিন।

    ৩০ বছর বয়সী এ তরুণী গত ১৭ মার্চ দিল্লি বিমানবন্দরে নামলে তাকে স্বাগত জানান ৩৩ বছর বয়সী আইনজীবী অনুভব ভাসিন। ঢাকিদের মনোমুগ্ধকর সুরের মাঝে এ ভারতীয় যুবক হাঁটু গেড়ে দেন বিয়ের প্রস্তাব; সানন্দেই রাজি হন আনা, তৎক্ষণাৎ আঙুলে আংটিও জুড়ে যায়।

    রোববার ভারতের রাজধানীতে জমকালো এক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন এই যুগল; আইনি বৈধতা পেতে চলতি মাসের শেষের দিকে আদালতে বিয়ে নিবন্ধনের পরিকল্পনাও তারা চূড়ান্ত করেছেন, জানিয়েছে বিবিসি।

    বোমার হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসা আনার সঙ্গে অনুভবের পরিচয় হয় তিন বছর আগে। শেষ এক বছর ধরে তারা চুটিয়ে প্রেমও করেছেন।

    আনা একটি আইটি কোম্পানিতে কাজ করতেন। ২০১৯ সালে তিনি যখন ভারতে আসেন তখন একটি বারে অনুভবের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল।

    এরপর দুজন ফোন নম্বর বিনিময় করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ শুরু করেন।

    ২০২০ সালে আনা তার এক বান্ধবীর সঙ্গে ভারতে এলে অনুভব তাদের আগ্রার তাজমহল ও রাজস্থানের মরুভূমিতে ঘুরতে নিয়ে যান। সেসময় মহামারীর কারণে ভারতে হঠাৎ লকডাউন জারি হলে, অনুভব দুজনকেই দিল্লিতে তার পরিবারের সঙ্গে থাকতে আমন্ত্রণ জানান।
    অনুভব বলেন, “সেই সময়টাতে আমরা খুব ঘনিষ্ঠ হয়েছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা একে অপরকে পছন্দ করি। অল্প সময়ের ভালো লাগার চেয়ে সেটি ছিল বেশি কিছু। ও কিয়েভে ফেরার পরও প্রতিদিন ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রেখেছি আমরা।”

    এর পর ফের দুজনের দেখা হয় ২০২১ সালের ফেব্রুয়ারিতে, দুবাইয়ে। ওই সাক্ষাৎই তাদের সম্পর্র্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    অনুভব বলেন, “আমরা বুঝতে পারলাম সম্পর্ককে এগিয়ে নিতে আমাদের একটি উপায় খুঁজে বের করতে হবে।”

    ওই বছরের অগাস্টে অনুভব কিয়েভে যান, ডিসেম্বরে আনাও ভারতে আসেন।

    “সফরের শেষ দিন অনুভবের মা মার্চে আমাদের বিয়ে করতে পরামর্শ দেন। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এত দ্রুত করবো তা কল্পনা করিনি,” বলেন এ ইউক্রেইনীয়।

    ভারতীয় যুবক অনুভব ভাসিন ও ইউক্রেইনীয় তরুণী আনা হোরোদেৎস্কা। ছবি: অনুভব ভাসিন/বিবিসিভারতীয় যুবক অনুভব ভাসিন ও ইউক্রেইনীয় তরুণী আনা হোরোদেৎস্কা। ছবি: অনুভব ভাসিন/বিবিসিঅনুভব হিন্দু আর আনা খ্রিস্টান হওয়ায় তাদের বিয়ের নিবন্ধন করতে হবে একটি বিশেষ আইনের অধীনে, আদালতে। এর জন্য এক মাসেরও বেশি সময় লাগতে পারে।
    এসব চিন্তা করেই এ যুগল সিদ্ধান্ত নেন- আনা মার্চের শেষ দিকে ভারতে এলে বিয়ের আইনি প্রক্রিয়া শুরু হবে।

    কয়েকমাস পর থেকে আনা ভারতে পাকাপাকিভাবে থাকা শুরু করবেন এমন প্রস্তুতিও নিচ্ছিলেন। এরমধ্যেই যুদ্ধ বেধে যায়।

    রুশ হামলা শুরুর আগের দিনও অনুভব আনাকে ভারতে চলে আসার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আরও অনেকের মতো আনারও মনে হয়েছিল, উত্তেজনা যতই থাক, এমনকী যদি যুদ্ধও বাধে, তবুও কিয়েভ সুরক্ষিত থাকবে।

    কিন্তু ২৪ ফেব্রুয়ারি তার ঘুম ভাঙে রুশ বাহিনীর ছোড়া গোলার শব্দে। পরদিনই পোষা কুকুর ও মাকে নিয়ে বাঙ্কারে আশ্রয় নেন ইউক্রেইনীয় ওই তরুণী।

    ২৬ ফেব্রুয়ারি আনা ইউক্রেইন ছাড়ার সিদ্ধান্ত নিলেও পরিস্থিতি বিবেচনায় অনুভব সেসময় তাকে নিরুৎসাহিত করেন।

    কিন্তু আনা দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছিলেন। পরদিন সকালে একটি ট্যাক্সি জোগাড় করে রেলস্টেশনে পৌঁছান।

    সকাল ৮টায় অফিস শুরু, সাপ্তাহিক ছুটি কমালেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক কিয়েভ থেকে পালিয়ে পিঁড়িতে বিয়ের ভারতে
    Related Posts
    Shayan

    লন্ডনে সালমান এফ রহমানের ছেলের সম্পত্তি জব্দ

    May 23, 2025
    Harvard University foreign students admission ban

    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা, উত্তাল আন্তর্জাতিক শিক্ষাঙ্গন

    May 23, 2025
    shahbaz sharif

    ভারত এই পরাজয় কখনোই ভুলবে না : শাহবাজ শরিফ

    May 23, 2025
    সর্বশেষ সংবাদ
    Shayan
    লন্ডনে সালমান এফ রহমানের ছেলের সম্পত্তি জব্দ
    ওয়েব সিরিজ
    ছোট শহরের বড় রহস্য, নেট দুনিয়া কাঁপাচ্ছে এই ওয়েব সিরিজ
    Vitamin D
    সূর্যের আলোতে ভিটামিন-ডি থাকে না, তৈরি হয় আমাদের ত্বকে
    Pre Jinte
    দল প্লে-অফে আর আদালতে প্রীতি জিনতা, নেপথ্যে যে কারণ
    Courtship Kooku Original
    দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ, একা দেখুন!
    কিডনিতে পাথর
    কিভাবে বুঝবেন কিডনিতে পাথর জমছে কিনা
    Harvard University foreign students admission ban
    হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা, উত্তাল আন্তর্জাতিক শিক্ষাঙ্গন
    ওয়েব সিরিজ হট
    সম্পর্কের জটিলতা নিয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ, দর্শকদের মন জয় করেছে!
    OC
    সাবেক ওসি প্রদীপের ফাঁসির দাবিতে প্রচার, আসল সত্য কী?
    কোমরের নিচে টোল
    কোমরের নিচে এইরকম টোল সাদৃশ্য চিহ্ন রয়েছে? তাহলে যা ঘটবে আপনার সঙ্গে
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.