জুমবাংলা ডেস্ক: কি করবো এই কাগজ নামের সার্টিফিকেট দিয়ে? যে কিনা একটা ছোট কাজের ব্যবস্থা করে দিতে পারেনা। আমার চাটমোহরের সকল শ্রদ্ধেয় গুনী ব্যক্তিদের বলছি প্লিজ কেউ আমার একটা কাজের ব্যবস্থা করে দেন প্লিজ।
অনার্স শেষ করে বেকার ভাবে আর কত দিন বসে থাকবো, আমার পরিবারের জন্য কিছু একটা করার ব্যবস্থা করে দেন প্লিজ। উপরোক্ত কথা গুলো পাবনার চাটমোহরের সর্ববৃহৎ নাগরিক সাংবাদিকতার প্লাটফর্ম ’চেতনায় চাটমোহর’ ফেসবুক গ্রুপে লিখে পোস্ট করেছেন, আজিম উদ্দিন নামের অনার্স পাশ করে বেকার থাকা এক যুবক। সে উপজেলার মূলগ্রাম এলাকার ব্যবসায়ী সেকেন্দার আলি চন্দর ছোট ছেলে।
লেখাটি রবিবার দুপুরে পোষ্ট করার পরেই পাঠকদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকে তার পোষ্টে কমেন্টস করে বলছেন হতাশ না হতে, কঠোর পরিশ্রম করতে। অনেকে তাকে একটি কর্মের ব্যবস্থা করে দিতে বৃত্তবানদের দৃষ্টি আকর্ষণ করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হতাশাগ্রস্থ যুবক আজিম উদ্দিন ২০১৪ সালে এসএসসি, ২০১৬ সালে এইচ,এস,সি ও ২০১৬-১৭ শিক্ষা বর্ষের অধিনে ২১ সালে পাবনা এডওয়ার্ড বিশ্বিবদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স পাশ করেন।
পরিবারে বাবা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাসায়ী। বড় ভাই বর্তমানে সংসারে একমাত্র উপার্জন করেন। তার সামান্য আয়ে পুরো পরিবার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। ইতিমধ্যে সে বেশ কিছু প্রতিষ্ঠানে চাকুরীর আবেদন করে ব্যর্থ হয়েছেন। চাকুরীর প্রাপ্তির জন্য একটি ভুয়া প্রতিষ্ঠানে টাকা দিয়ে প্রতারণার শিকারও হয়েছেন তিনি।
এসকল বিষয়ে জানতে চাকুরী প্রত্যাশী যুবক আজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেক দিন যাবৎ বেকার হয়ে বসে আছি। আমার একটি কাজ অথবা একটা চাকুরী খুব প্রয়োজন।
আমি নিজেকে পরিবারের বোঝা মনে করছি। আমারও তো একটা পরিবারের প্রতি কর্তব্য রয়েছে। বাবা অসুস্থ অবস্থায় ঘরে পরে আছে। তারও সু চিকিৎসা হচ্ছেনা। অনার্স পাশ করে অনেকদিন ঘরে বসে আছি, অনেক চেষ্টা করছি কিন্তু কোন ব্যবস্থা আমার হচ্ছে না। তাহলে এই পাশের সার্টিফিকেট দিয়ে আমি শিক্ষিত হয়ে কি করবো। যে সার্টিফিকেট আমাকে একটা চাকুরীর ব্যবস্থা করতে পারে না।
এই বেকার অবস্থায় একটি চাকুরীর জন্য বেশ কিছু টাকা দিয়েও আমি প্রতারিত হয়েছি। এখন আমার কি করা প্রয়োজন আমি নিজেও বুঝে উঠতে পারছি না। সমাজের বৃত্তবান এবং এলাকার প্রতিষ্ঠিত ঢাকায় যারা উচ্চ পদে চাকুরী করেন তাদের কাছে আমার অনুরোধ আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।