অ্যাপলের আইফোন ১৫ স্মার্টফোনের দারুন একটি ফিচার হচ্ছে একশন বাটন। এ বাটন দিয়ে আপনি কাস্টমাইজেশন এর নানা কাজ করতে পারবেন তবে এটি মূলত সাইলেন্ট বাটন হিসেবে কাজ করে থাকে। তবে স্ট্যাটাসে বাড়ে সাইলেন্ট আইকন অনেকেই পছন্দ করছে না। এ সাইলেন্ট আইকন কীভাবে সরানো যায় সেটি আজকের আর্টিকেলের আলোচ্য বিষয়।
সর্বপ্রথম আপনাকে ফোনের সেটিং অপশনে যেতে হবে। স্ক্রল ডাউন করে ’সাউন্ডস এন্ড হেপটিক্স’ অপশনটি খুঁজে বের করুন। সেখানে আপনি সাউন্ড এবং ভাইব্রেশন নিয়ে অনেক অপশন দেখতে পারবেন।
সেখান থেকে ’Show in Status Bar’ অপশনটি সিলেক্ট করতে হবে। এখান থেকেই আপনি সাইলেন্ট বেল আইকনটি বন্ধ করে দেওয়া সম্ভব হবে। অফ করে দিলে আপনার iphone স্মার্টফোনের স্ট্যাটাস বারে সাইলেন্ট বেল আইকন আর দেখা যাবে না।
অ্যাকশন বাটন দিয়ে আপনি আরো নানা ধরনের কাস্টমাইজেশন কার্যাবলী সম্পাদন করতে পারেন। যেমন আপনার হাতের ফোনটি সাইলেন্ট মোডে চলবে কিনা সেটি নির্ধারণ করতে পারবেন। ফোকাস মোড চালু করার ক্ষেত্রে এ বাটনটি ব্যবহার করতে পারবেন।
অ্যাকশন বাটন ব্যবহার করে দ্রুত ক্যামেরা অ্যাপে প্রবেশ করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। দ্রুত ফ্ল্যাশলাইট অন করতে হলেও এ বাটনটি বেশ কার্যকরী ভূমিকা রাখে। ভয়েস রেকর্ড করার ক্ষেত্রে এটি ব্যবহার করতেই পারেন।
বিশেষ টাস্ক পর্যন্ত শর্টকাটে পৌঁছানোর জন্য অ্যাকশন বাটন আপনি ব্যবহার করতে পারেন। এটির দারুন একটি ফিচার হচ্ছে আপনি যেকোন স্পেসিফিক ফাংশন নির্বাচন করতে পারবেন যা অ্যাকশন বাটন দিয়ে করা সম্ভব হবে।
আবার এ্যাকশন বাটন দিয়ে কোন ফাংশন চালু করা সম্ভব হবে না যদি আপনি এরকমটাই চান। তবে শীঘ্রই ভাষান্তর করার কাজ এ্যাকশন বাটন দিয়ে করা সম্ভব হবে। তবে সাধারণভাবে এটি সাইলেন্ট মোড অন করার কাজেই ব্যবহার করা হয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।