স্মার্টফোন হারিয়ে বা চুরি যাওয়ার পর অনেকেই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকেন। কারণ, ফোন চুরি হলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্যও হারিয়ে যায়। ফলে বিপাকে পড়েন ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে সম্প্রতি ‘থেফট প্রটেকশন লক’ সুবিধা যুক্ত করেছে গুগল। এই সুবিধা চালু থাকলে ফোন চুরির কিছুক্ষণ পর স্বয়ংক্রিয়ভাবে ফোনের পর্দা লক হয়ে যায়। চাইলে দূর থেকে ফোনে থাকা তথ্য বা ছবি মুছে ফেলাসহ অবস্থানও শনাক্ত করা সম্ভব।
গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১০ থেকে পরবর্তী সব অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে থেফট প্রটেকশন লক সুবিধা ব্যবহার করা যায়। থেফট প্রটেকশন লক সুবিধাটি ফোনের অবস্থানের তথ্য ও ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করতে পারে। আর তাই চুরির পর ফোনে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে ফোনের পর্দা লক হয়ে যায়। এর ফলে পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ ফোন আনলক করতে পারেন না। স্মার্টফোনে সুবিধাটি চালু করার পদ্ধতি দেখে নেওয়া যাক।
থেফট প্রটেকশন লক সুবিধা চালু করতে প্রথমে ফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর প্রদর্শিত মেনুগুলো থেকে ‘গুগল’ নির্বাচনের পর ‘গুগল সার্ভিসেস’ অপশনের নিচে থাকা ‘অল সার্ভিসেস’ বাটন ট্যাপ করতে হবে। এবার ‘পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি’ অপশনের নিচে থাকা ‘থেফট প্রটেকশন’ অপশন নির্বাচন করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় থাকা ‘ডিটেকশন লক’ এবং ‘অফলাইন ডিভাইস লক’ অপশনের পাশে থাকা টগলগুলো ক্লিক করলেই ফোনে থেফট প্রটেকশন লক সুবিধা চালু হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।