আম গাছ একই সাথে সুন্দর এবং ছায়াময় উদ্ভিদ। পাশাপাশি সুস্বাদু ফল দিতে পারে বলে এটির জনপ্রিয়তা ও চাহিদা বেশি। তবে আম গাছ আকারে ছোট থাকলে এবং তার সাইজ আপনার নিয়ন্ত্রণ থাকলে বাড়ির উঠান ছোট হলেও গাছ সেখানে তা সহজে মানিয়ে নিতে পারবে ও ফিট হয়ে যাবে।
আম গাছ যেন ১০ ফুট পর্যন্ত লম্বা হয় এবং এর বেশি যাতে না হয় তার জন্য আপনি কিছু টিপস অনুসরণ করতে পারেন।
নিয়মিত অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই এর মাধ্যমে সাইজ নিয়ন্ত্রণের রাখা সম্ভব। আম গাছ ছোট ও নিয়ন্ত্রণে রাখতে পারলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। আম গাছ ছোট থাকলে আপনার বাড়ির উঠানে বেশি জায়গা থাকবে। সূর্যের আলো এবং বায়ু সঞ্চালনের জন্য পর্যাপ্ত জায়গা থাকা জরুরী।
তাছাড়া আম গাছের সাইজ নিয়ন্ত্রণে থাকলে তার উৎপাদনের শক্তি আরো বৃদ্ধি পায় এবং ফল ও পাতার কোয়ালিটি উন্নত মানের হয়। ছোট গাছে ফল ধরে বেশি এবং ফল সংগ্রহ করা আরও বেশি সহজ। আপনাকে আম গাছের এমন জাত বাছাই করতে হবে যেটি ছোট রাখা সহজ হবে।
দেশে-বিদেশে এমন আমের জাত আবিষ্কার করা হয়েছে যা আকারে বেশি ছোট হতে পারে। বামন জাতের আমগাছ ছোট বাড়ির উঠানের জন্য আদর্শ। কেননা তার সাইজ হয় মাত্র ১০ থেকে ১৩ ফিট। এ সমস্ত ছোট জাতের উদ্ভিদের আরেকটি উপকারিতা হচ্ছে আপনি সহজেই পাখির কাছ থেকে দূরে রাখা এবং শীতের সময় সূর্যের আলো সহজেই প্রবেশ করা ইত্যাদি বিশেষ সুবিধা পাওয়া যাবে।
আম গাছকে ছোট রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে নিয়মিত ছাটাই করা। শাখা প্রশাখা ৮ ইঞ্চির বেশি বাড়লে অতিরিক্ত অংশ ছাটাই করে দিন। গাছ যখন ছোট থাকে তখনই এই প্রক্রিয়া অবলম্বন করলে সব থেকে বেশি সুবিধা পাওয়া যায়। মৃত এবং রোগে আক্রান্ত ডাল অবশ্যই ছাটাই করবেন।
আপনার আমগাছ এ নিয়মিত জল দিন তবে অতিরিক্ত জল দিবেন না। মাটি যেনো আদ্র থাকে এটা নিশ্চিত করুন। গাছের উপরের অংশ নিয়মিত ছাঁটাই করুন। এতে করে উচ্চতা যেমন নিয়ন্ত্রণ রাখতে পারবেন তেমনি নতুন শাখা গজাতে সহায়তা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।