কীভাবে কার্যকর ‍উপায়ে অনলাইন কোর্স করতে হয়?

অনলাইন কোর্স

অনলাইনে কোর্সের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। অনেক সময় প্রাতিষ্ঠানিকভাবে শেখার ইচ্ছে থাকা সত্ত্বেও সময়ের অভাবে কিংবা কাজের চাপে প্রতিষ্ঠান বাছাই করে তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। তাই এই ঝামেলা থেকেই মুক্ত করতে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আপনি ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন বিষয়ে কোর্স করতে পারবেন। যেখানে আপনি সুবিধামতো কোর্স বাছাই করে ফ্রি অনলাইন কোর্স করতে পারবেন।

অনলাইন কোর্স

কোথায় পাবেন ফ্রি অনলাইন কোর্স?

Coursera: বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং সংস্থাগুলোর হাজার হাজার ফ্রি কোর্স।

edX: বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির উচ্চমানের কোর্স।

Udemy: বিভিন্ন বিষয়ে হাজার হাজার ফ্রি কোর্স।

টাটস প্লাসঃ সাধারণত ক্রিয়েটিভ দক্ষতা বৃদ্ধির জন্য Tutsplus.com একটি অনন্য জায়গা। তাদের লিখিত টিঊটোরিয়ালের একটি বিরাট লাইব্রেরী আছে যেখানে যে কেউ লিখতে ও শিখতে পারে। কিন্তু তাদের ভিডিও টিউটোরিয়াল গুলো নতুনদের জন্য অত্যন্ত সহায়ক ও উপকারী।

স্কিল শেয়ারঃ যেকোনো বিষয়ে দক্ষতা বৃদ্ধি ও আদান-প্রদানের এক অনুপম জায়গা হচ্ছে স্কিল শেয়ার। আপনি নতুন কোন বিষয়ে দক্ষ। সে বিষয়ে একটি কোর্স তৈরি করে খুব সহজেই ছেড়ে দিতে পারেন স্কিলশেয়ারে। এখানে বিনামূল্যে অনেক কোর্স সেশন আছে আবার নামমাত্র সদস্য ফি যেমন $ 20 বা $ 30 খরচ করে যেকোনো কোর্সে যোগ দিতে পারেন। এছাড়াও সব কোর্স দেখতে বা শিখতে মাসিক সাবস্ক্রিপশন $ 9.95 খরচ করেই যে কোনও কোর্সে যোগ দিতে পারেন।

জেনারেল এসেম্বলিঃ জেনারেল এসেম্বলিতে যদিও সব সাবজেক্টের উপর অনলাইন কোর্স নেই, কিন্তু এখানে খুব সুচারুভাবে প্রযুক্তিগত বেশ কিছু বিষয় খুব গভীরভাবে শিক্ষাদান করা হয়। সর্বনিম্ন $১২৫০ ডলারে এখানে যেকোনো পার্টটাইম কোর্স করা সম্ভব এবং সর্বোচ্চ $১৩৫০০ ডলারে ফুলটাইম কোর্স ও ওয়েব ডেভেলপার হিসেবে সার্টিফিকেট অর্জন করা যায়। এটা আসলে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান যেখানে কোর্স ভিত্তিক এনরোল করা যায়। কিন্তু পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নির্ধারিত ফি পরিশোধ করে যে কেউ অনলাইন ক্লাসে অংশগ্রহন করে ওয়েব ডেভেলপার হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন ও সার্টিফিকেট অর্জন করতে পারেন।

Khan Academy: বিজ্ঞান, গণিত, ইতিহাস, এবং আরো অনেক বিষয়ে ফ্রি পাঠ্যক্রম।

Google Digital Garage: ডিজিটাল মার্কেটিং শিখার জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম।

HubSpot Academy: ইনবাউন্ড মার্কেটিং শেখার জন্য  জনপ্রিয় এক প্ল্যাটফর্ম।

Muktopaath: বাংলা ভাষায় সর্ববৃহৎ ই-লার্নিং প্ল্যাটফর্ম।

যেভাবে শুরু করবেন?

আপনার লক্ষ্য নির্ধারণ করুন: আপনি কী শিখতে চান, তা সিদ্ধান্ত নিন।

প্ল্যাটফর্ম বেছে নিন: উপরে উল্লিখিত প্ল্যাটফর্মগুলো থেকে আপনার পছন্দের প্ল্যাটফর্মটি বেছে নিন।

কোর্স সার্চ করুন: আপনার লক্ষ্য অনুযায়ী কোর্স সার্চ করুন।

কোর্সে রেজিস্ট্রেশন করুন: আপনার ইমেইল দিয়ে কোর্সে রেজিস্ট্রেশন করুন।

কোর্স সম্পূর্ণ করুন: নির্ধারিত সময়ের মধ্যে কোর্সটি সম্পূর্ণ করুন।