কোন ওয়েব এপ্লিকেশন অথবা থার্ড পার্টি সফটওয়্যার ব্যতীত দুইটি ডিভাইসে একই হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব। এটির জন্য একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। হোয়াটস অ্যাপের সকল ফিচার উভয় ডিভাইসে ব্যবহার করা সম্ভব হবে।
সর্বপ্রথম নিশ্চিত করুন আপনার প্রাইমারি ডিভাইসে হোয়াটস অ্যাপের লেটেস্ট বেটা ভার্সন ইন্সটল করা রয়েছে। আপনি যদি পুরনো ভার্সন ব্যবহার করেন তাহলে সর্বশেষ ভার্সনে আপডেট করিয়ে নেওয়া ভালো হবে।
দ্বিতীয় স্মার্টফোনে আপনাকে ডেভেলপার অপশন চালু করতে হবে। সেটিং অপশন থেকে এ কাজটি করতে হবে। একই ডিভাইসে ডেভলপার অপশনের Smallest Width সেকশন থেকে কারেন্ট নাম্বার পরিবর্তন করে ৬০০ করে দিন। এতে করে ফন্ট এবং আইকনের আকার ছোট হয়ে যেতে পারে। তবে এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।
দ্বিতীয় স্মার্টফোনে আপনি প্লে স্টোর থেকে হোয়াটস অ্যাপের সর্বশেষ ভার্সনটি ইন্সটল করে ফেলুন। হোয়াটস অ্যাপ চালু করার সময় ভাষা নির্বাচন করুন। দ্বিতীয় ধাপে লিঙ্ক উইথ ইউর ফোন অপশনটি সিলেক্ট করুন।
ওই অপশনে আপনি কিউআর কোড স্ক্যান করার অপশন দেখতে পারবেন। এখন আপনি আপনার প্রাইমারি ডিভাইসে ফিরে যান। সেখানে whatsapp ওপেন করার পর ওভারফ্লো অপশনে ট্যাপ করুন। এরপর নতুন ডিভাইসে লিংক করার অপশন পেয়ে যাবেন।
পরবর্তী ধাপ এ কিউআর কোড স্ক্যানার এর অপশন পেয়ে যাবেন। এখান থেকে দ্বিতীয় হ্যান্ডসেটে কোডটি স্ক্যান করে নিলেই আপনার কাজ প্রায় সমাপ্ত হয়ে যাবে। এরপর দ্বিতীয় স্মার্টফোনে whatsapp কিছুক্ষণের জন্য রিলোড দিবে।
রিলোড হওয়ার পর দ্বিতীয় স্মার্টফোনে whatsapp ইনস্টল হয়ে যাবে । এ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনি দুইটি ডিভাইসে একই whatsapp account ব্যবহার করার সুযোগ পাচ্ছেন।
whatsapp একই সাথে দুইটি ডিভাইসে কানেক্ট করা থাকবে। মেসেজ কল সহ হোয়াটসঅ্যাপের যাবতীয় ফিচারের দুটি ডিভাইস উপভোগ করা যাবে। আপনি ফিচার সংক্রান্ত কোনো ইস্যু পরিবর্তন করতে চাইলে হোয়াটসঅ্যাপের সেটিং অপশন থেকে তা করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।