লাইফস্টাইল ডেস্ক : ভালবাসা কখন, কোথায় এবং কার সঙ্গে হয়ে যায় তা ‘প্রেডিক্ট’ করা মুশকিল। কেউ প্রথম দর্শনে প্রেমে পড়েন। কেউ শত্রু থেকে প্রেমিক বা প্রেমিকা বনে যান। কেউ-বা ঘনিষ্ঠ বন্ধুর প্রেমে হাবুডুবু খান। অনেকে ঘনিষ্ঠ বন্ধুর প্রেমে পড়লেও স্বীকার করতে চান না। কিন্তু এর মধ্যে অন্যায় বা লজ্জা পাওয়ার কিছু নেই। নিশ্চয়ই জানেন, বন্ধুত্ব হল ভালবাসার সিঁড়ি। শাহরুখ খানের বিখ্যাত সেই ডায়লগ, ”লাভ ইজ ফ্রেন্ডশিপ।” অনেকে হয়তো অজান্তেই বন্ধুর প্রেমে পড়েছেন, কিন্তু বুঝতে পারেন না। তাই মনে প্রশ্ন জেগে ওঠা স্বাভাবিক, কী দেখে বুঝবেন যে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়েছেন? এমন কী লক্ষণ আছে যা দেখে সেটা বোঝা যায়? তাহলে জেনে নিন।
ঈর্ষা বোধ: ভালবাসার প্রথম লক্ষণ হল ঈর্ষা। আপনার বেস্ট ফ্রেন্ডের নিশ্চয়ই আরও অনেক বন্ধু আছে। তাদের সঙ্গে বন্ধুকে বেশি সময় কাটাতে দেখলে যদি আপনার মধ্যে ঈর্ষা বোধ কাজ করে তাহলে বুঝে যাবেন আপনি প্রেমে পড়েছেন। তখন আপনার মধ্যে শুধু তারই মনোযোগ আকর্ষণ করার ইচ্ছা কাজ করবে । বা মনে মনে এটাও চাইবেন যে, সে যেন শুধু আপনার প্রতিই মনঃসংযোগ করে ।
বন্ধু যেন সুখে থাকে: বন্ধুকে সবসময় হাসিখুশি দেখতে চাওয়ার মধ্যেও লুকিয়ে থাকে ভালবাসা। এতে প্রমাণ হয় আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে কতটা ভালবেসে ফেলেছেন। এছাড়া আপনার মধ্যেও বন্ধুকে সবসময় হাসিখুশি রাখার প্রবণতা কাজ করবে। ছোট ছোট কিছু কাজ যা আপনার বন্ধুকে আনন্দ দেয় এমন কাজ করার প্রতি আপনার আগ্রহ বাড়বে।
আপনি সবসময়ে বন্ধুর কথাই বলবেন: কাছের মানুষের সঙ্গে হয়তো নেই আপনি। কিন্তু যেখানেই থাকুন না কেন, আপনি তার কথাই সবসময় বলবেন। সব কথার মধ্যে তাকে টেনে আনবেন। কথার শুরু ও শেষ তাকে দিয়েই করবেন। এতে বোঝা যায়, আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
নিজেকে আকর্ষণীয় করে তোলা: বন্ধু থাকার সময় হয়তো এই সব নিয়ে মাথা ঘামাতেন না। কিন্তু প্রেমে পড়ার পর নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার প্রতি আগ্রহ বাড়বে। সবসময় চাইবেন, প্রিয় মানুষের কাছে নিজেকে আরও সুন্দর করে তুলতে। সাজার জিনিস কেনার প্রতি আগ্রহ দেখা দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।