বিনোদন ডেস্ক : পোষা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে বলিউড অভিনেতা বণবীর কাপুরকে। বাড়িতে থাকা দুটি কুকুরের একটি তার মুখে কামড় দেয়। পরে দ্রুত তিনি হাসপাতালে যান।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজর প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকালে রণবীরকে কামড় দেয় কুকুর। লকডাউনে মধ্যে চুপিচুপি ডাক্তারের কাছে যান তিনি। তা সত্ত্বেও বিষয়টি কিছু লোকজনের নজরে আসে। অনেকে মনে করেছিলেন কোভিড-১৯ পরীক্ষা করতেই তিনি হাসপাতালে গেছেন। পরে জানা যায়, তিনি কুকুরের কামড় খেয়েছেন। পোষ্যকে আদর করতে গিয়েই নাকি রণবীরকে কুকুরের কামড় খেতে হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি রণবীর কাপুরকে তার মা নীতু কাপুরের জন্মদিন সেলিব্রেট করতে দেখা গিয়েছিল। নীতু কাপুরের জন্মদিন সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়াতেও উঠে এসেছিল। সেই সেলিব্রেশনে রণবীর, ঋদ্ধিমা ছাড়াও দেখা গিয়েছিল আলিয়া, করণ জোহর, অগস্ত্য নন্দা সহ আরও বেশ কয়েকজনকে।
দুদিন আগে রণবীর, নীতু কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে সেকথা পুরোটাই ভুল, গুজব বলে স্পষ্ট করেছিলেন রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



