কুকুরের জন্য বেহাল দশা চোরের! (ভিডিও)

কুকুরের জন্য বেহাল দশা চোরের! (ভিডিও)

জুমবাংলা ডেস্ক : সম্প্রতি চোরের ভিডিও দেখে কেউই হাসি চেপে রাখতে পারছে না। কুকুরের জন্য বেহাল দশা চোরের। অনেকেই সেই ভিডিও দেখে বলছেন, যেমন কর্ম তেমন ফল। অনেকেই আবার বলছেন কুকুর যে একটা দক্ষ প্রহরী তা আবার প্রমাণ হয়েছে।কুকুরের জন্য বেহাল দশা চোরের! (ভিডিও)

ভাইরাল হওয়া সেই ভিডিও মরবফফবব নামের একটি ইন্সটাগ্রামের প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি গেটের মধ্যে ঝুলে রয়েছে একজন চোর। গেটের নীচে দু’টি কুকুরের একটি গেটের বাইরে এবং অপরটি ভেতরে। কুকুরের হাত থেকে বাঁচার জন্য গেটের উপরে ঝুলে রয়েছে ওই চোর।
কুকুর দু’টিও ওই চোরের নাগাল পেতে লাফাতে থাকে। এর মধ্যেই একটি কুকুর চোরের পায়ের নাগাল পেয়ে যায়। কিন্তু কুকুর কামড় দেওয়ার আগেই ওই চোর পা সরিয়ে নেয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সেই ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Gidda company (@gieddee)

ওই চোর চুরি করতে গেলে কুকুরের নজরে পড়ে যায়। এরপরই দু’টি কুকুর চোরকে ধাওয়া করে এবং চোর গেটের উপরে উঠে ঝুলে থাকে। মালিকের বাড়ি বাঁচানোর জন্য ওই কুকুর দু’টি চোরের এমন অবস্থা করে, যা দেখে হাসি থামাতে পারছে না নেটিজেনরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া ডটকম।

প্রিয়া এবার চোখ মেরে না, ব্লাউজ খুলে কাবু করলেন লাখো পুরুষ