জুমবাংরা ডেস্ক : দেশের শীর্ষ সন্ত্রাসী ও ২০০৩ সালে রাজধানীর মালিবাগে দুই পুলিশ হত্যা মামলার আসামি জিসান আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) জিসানের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদরদফতর বলছে, জিসানকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই থেকে দেশে আনা হবে। সেই লক্ষ্যে কাজও শুরু করা হয়েছে। কিন্তু ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, শীর্ষ সন্ত্রাসী জিসানের হাতে আছে ভারতীয় দশ বছর মেয়াদী পাসপোর্ট। সেই পাসপোর্টের ওপর ভিত্তি করেই সে দুবাই শহরে বসবাস করছে।
বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট সূত্রে জানা গেছে, জিসান ইন্টারপোলের তালিকাভুক্ত আসামি। বাংলাদেশেও পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেফতারে বছরখানেক আগে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ পুলিশ।
এ নিয়ে কয়েক দফা চিঠি চালাচালিও হয়। ধারণা করা হচ্ছে, ইন্টারপোলের তথ্যের ভিত্তিতেই দুবাই পুলিশ জিসানকে গ্রেফতার করেছে।
এদিকে, গ্রেফতারের পরই জিসানের বিষয়ে ইন্টারপোলের সঙ্গে চিঠি চালাচালি শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিস (সোয়াত)।
প্রাথমিক প্রক্রিয়া শেষে ইন্টারপোলের সবুজ সংকেত পেলেই পুলিশের একটি প্রতিনিধি দল দুবাই যাবে।
অন্যদিকে সমস্যা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি নেই। তাই চাইলেও তাকে সরাসরি দেশে ফেরাতে পারবে না ঢাকার পুলিশ। ভারতের পাসপোর্টধারী জিসানকে প্রথমে ভারতে আনতে হবে। তারপর সেখান থেকে তাকে বাংলাদেশ ফিরিয়ে আনা হবে।
জানতে চাইলে পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘সমস্ত আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।