কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে মাছ ধরতে গিয়ে মহসিন আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
Advertisement
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রমনা ব্যাপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহসিন আলী সকালে তার ছেলেসহ রমনা ব্যাপারীপাড়া ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ তিনি তার ছেলেসহ নদের প্রবল স্রোতে পড়ে যান। পরে তার ছেলে সাঁতরে তীরে উঠতে পারলেও তাকে ১০ মিনিট পর নদের কিছু দূর থেকে স্থানীয়রা উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মহসিন আলী রমনা ব্যাপারী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল আজিজের ছেলে।
চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. আকলিমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।