জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাট আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান মন্ডল চাঁদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সাজেদুর রহমান মন্ডল চাঁদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়।
রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, সাজেদুর রহমান মণ্ডল চাঁদকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রাজারহাট থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিরুদ্ধে তদন্ত চলমান। আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।