কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকায় ছোট পুলের পাড় নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাকারিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত জাকারিয়া কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ এলাকার মো. রফিকের ছেলে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী এলাকার ছোট পুলের পাড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে একটি মোটরসাইকেলে দুই জন দ্রুত গতিতে যাওয়ার সময় ছোট পুলের পাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক জাকারিয়া মারা যায়। অপর আর একজন গুরুতর আহত হয়েছেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে ওই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।