জুমবাংলা ডেস্ক : দুদিন ধরে ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ফের বাড়ছে নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ১৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত দুদিনে বৃষ্টি হয়েছে ৩২১ মিলিমিটার। তিস্তায় পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রাম শহরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, ফায়ার সার্ভিস চত্বর, টাপু ভেলাকোপা, চর হরিকেশ, তালতলা ও রৌমারীপাড়াহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের আমন ও সবজিসহ বিভিন্ন ফসলের খেত তলিয়ে গেছে। অতিবৃষ্টির প্রভাবে গ্রামাঞ্চলের অনেক কাঁচা-পাকা সড়ক নিমজ্জিত হয়েছে। বিল ও নিচু এলাকার ধানখেত তলিয়ে যাওয়ায় আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কুড়িগ্রাম শহরের ব্যাটারিচালিত অটোরিকশা চালক শাহের আলী জানান, দুদিনের বৃষ্টিতে জেলা প্রশাসক কার্যালয় ও সংলগ্ন সড়ক পানিতে নিমজ্জিত থাকায় অফিসগামী যাত্রী আনা-নেওয়া ব্যাহত হচ্ছে। দৈনিক আয়ও কমে গেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার সারডোব গ্রামের কৃষক মতিয়ার রহমান জানান, ধরলার পানি বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কায় চরবাসী আতঙ্কিত। তার ওপর বৃষ্টির কারণে আমনের খেত তলিয়ে গেছে। এখন ফসল ঘরে তোলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র রায় জানান, গত দুদিনের মতো ভারী বৃষ্টি না হলেও সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টি হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।