ভুক্তভোগী গৃহবধূ রাতে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় উল্লেখ করেছেন। পাশাপাশি বাড়ি হওয়ার সুযোগে সাবদার হোসেন তার দিকে খারাপ দৃষ্টি দিতেন। তিনি গৃহবধূকে কুপ্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন।
৩১ জানুয়ারি স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী সাবদার কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। পরে চাকু ঠেকিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর হত্যার হুমকি দিয়ে চলে যান। পরবর্তীতে গৃহবধূর স্বামী ও ভাসুরসহ শ্বশুর বাড়ির লোকজনকে জানালে কোতোয়ালি মডেল থানায় মামলা করতে আসেন তারা। পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।