কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হতে যাচ্ছে অন্ত:বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং শাখা ছাত্রলীগের ব্যবস্থাপনায় ২২ শে জুলাই ( সোমবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা সংলগ্ন স্থানে আয়োজিত হবে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা।
PKSF ( পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন) এর সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক হিসেবে পৃষ্ঠপোষকতা করছেন CCDA ( সেন্টার ফর কমিউনিটি ডেভোলাপমেন্ট)।
জানা যায়, সাংস্কৃতিক এ প্রতিযোগিতায়, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে থাকবে দেশাত্মবোধক গান, আধুনিক গান, লোকসঙ্গীত,আবৃত্তি,অভিনয়, এককনৃত্য ও সহ দলীয় নৃত্য। শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিনিধি এনামূল হক, CCDA এর নির্বাহী পরিচাল লুৎফর রহমান, PKSF এর জেনারেল ম্যানেজার আবুল হাসান সহ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেয়া হবে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়েই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য গত ১লা জুলাই থেকে প্রাথমিক ভাবে বাছাইপর্ব শুরু হয়, ২২ শে জুলাই এর চূড়ান্তপর্বের মাধ্যমে সমাপ্তি হবে এ সাংস্কৃতি প্রতিযোগিতার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।