কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মুহাম্মদ জুলহাস উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম রায়হান উদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান ছিল দুই পর্বের। প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্ব হিসেবে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নাচ, গান কবিতা নিয়ে অংশগ্রহণ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।