কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বেপরোয়া সিএনজির সাথে লেগে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু হলের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী আরমান হোসেন। সে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।
সরেজমিনে জানা যায়, আহত শিক্ষার্থী আরমান হোসেন হলের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া এক সিএনজি এসে তার সাথে লেগে যায়। এসময় হলের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে গাড়িতে ভাংচুর ও ড্রাইভারকে মারধর শুরু করলে হলের সিনিয়র নেতারা এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর আহত অবস্থায় আরমানকে এম্বুলেন্স দিয়ে কুমিল্লার ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ বলেন, হলের সামনে কোনো গতিরোধক নেই। এখান দিয়ে যেকোনো গাড়ি খুব দ্রুত গতিতে চলে। এখানে রাস্তায়ও নেই কোনো লাইট , অন্ধকারে হেটে যেতে হয় শিক্ষার্থীদের। মাঝে মাঝেই এখানে এরকম দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট জিয়া উদ্দিন বলেন, আমি ঘটনা শুনেছি। আহত শিক্ষার্থীর দ্রুত চিকিৎসার জন্য সাথে সাথেই এম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, দুর্ঘটনার ব্যাপারে আমি শুনেছি। আমাদের প্রক্টরিয়াল বডি, হল প্রশাসন ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হবে বিষয়টি সমাধানের জন্য।
হলের সামনে কোনো গতিরোধক নেই এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নিরাপদে রাস্তা পারাপার হতে পারে তাই প্রয়োজনে গতিরোধকের ব্যবস্থা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।