কুবি প্রতিনিধি: প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সমাবর্তনকে সামনে রেখে প্রচারণার জন্য বেলুন উত্তোলন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বেলুন উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও প্রচার উপকমিটির আহ্বায়ক ড. মোহঃ হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আগামী বছরের ২৭ জানুয়ারী সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সমাবর্তনে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন ২ হাজার ৮৮৭ গ্রাজুয়েট। স্নাতক পর্যায়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং স্নাতকোত্তরে প্রথম ব্যাচ থেকে ষষ্ঠ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ২৮৮৭ জন গ্রাজুয়েট অংশ নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।