কুবি প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান ও ভবিষ্যতে একজন সফল প্রোগ্রামার হতে হলে করণীয় নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ কর্তৃক আয়োজিত হয়েছে “প্রোগ্রামিং আড্ডা” শীর্ষক অর্ধদিনব্যাপী কর্মশালা।
উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির রিসার্চ ফেলো ড. এম.এ হাকিম নিউটন। প্রকৌশল অনুষদের দ্বিতীয় তলায় সিএসই বিভাগের একাডেমিক রুমে সকাল ৯টায় আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করে বিভাগের শতাধিক শিক্ষার্থী।
আলোচনায় ড. মোঃ কায়কোবাদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ও চতুর্থ শিল্পবিপ্লবের আঙ্গিকে প্রোগ্রামিং এর প্রয়োজনীয়তা ও দক্ষ প্রোগ্রামারের চাহিদা নিয়ে বাস্তবিক চিত্র তুলে ধরেন। এছাড়া ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিতব্য আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালের জন্যে শিক্ষার্থীদের প্রস্তুতির ব্যাপারে তিনি বিশেষভাবে জোর দেন।
পরবর্তীতে ড. নিউটন সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং বিষয়ে কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালা শেষে আলোচকদ্বয় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতেও এরকম কর্মশালা আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন। সিএসই সোসাইটির আহ্বায়ক পার্থ চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রভাষক খলিল আহমেদ, নয়ন বনিকসহ অন্যান্য শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।