কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পানির রিজার্ভ ট্যাংকে ময়লা ও শেওলা জমে পানি দুর্গন্ধ ও কালো রং ধারণ করেছে। প্রায়ই ঢাকনা ছাড়া খোলা অবস্থাতেই পরে থাকতে দেখা যায় কেন্দ্রীয় এই রিজার্ভ ট্যাংকটিকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের দত্ত হল সংলগ্ন এই রিজার্ভ ট্যাংকটি হলের পাশেই ভূমিতে অবস্থিত। এই ট্যাংক থেকে পানি মটরের মাধ্যমে দত্ত হলের ছাদের ট্যাংক, কাজী নজরুল ইসলাম হল এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে সরবরাহ করা হয়৷
অথচ যথাযথ রক্ষণাবেক্ষণ এর অভাবে প্রায়শ ঢাকনা খোলা অবস্থাতেই পড়ে থাকতে দেখা যায় ট্যাংকটিকে৷ শিক্ষার্থীরা বলছেন যদিও পানি খাওয়ার জন্য হলে ফিল্টার আছে কিন্তু অন্যান্য দৈনন্দিন কাজেও এই পানি ব্যবহার করা যায়না, দুর্গন্ধ আসে৷
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে নিয়মিত খাওয়া-দাওয়া করেন এমন অন্তত পাঁচজন শিক্ষার্থী জানান, ‘ক্যাফেটেরিয়াতে ফিল্টার নেই, কিন্তু ট্যাংক এর পানিও ময়লা ও দুর্গন্ধযুক্ত তাই আমাদের বাধ্য হয়ে এই পানি খেতে হয়।’
শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে এই ভূগর্ভস্থ ট্যাংকগুলো নিয়মিত তদারকি করে পরিস্কার করা হয়না।
পানিতে ময়লা প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার পরিচালক মিজানুর রহমান বলেন, ‘ইতোমধ্যে ব্যাপারটি আমার নজরে এসেছে। আমি আরো প্রায় বিশ দিন আগেই প্রকৌশল দপ্তরে এ ব্যাপারে চাহিদাপত্র দিয়ে জানিয়েছি।’
প্রকৌশল দপ্তরে এ ব্যাপারে খোঁজ নিতে গেলে নির্বাহী প্রকৌশলী (সিভিল) এস. এম. শহিদুল ইসলাম জানান, ‘আমি নির্দেশ দিয়েছি আগামীকাল এর মধ্যে ভূগর্ভস্থ যত ট্যাংক আছে সেগুলো পরিস্কার করা হবে।’
তবে নিয়মিত এই ট্যাংকগুলো পরিস্কার করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের লোকবল সংকট রয়েছে। অল্প লোকবল দিয়ে আমরা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।