কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (৫ আগস্ট) কুবি উপাচার্য ড. এমরান কবির চৌধুরীর উপস্থিতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৬১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদুল আযহা এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ দিনের ছুটি শুরু হচ্ছে মঙ্গলবার (০৬ আগস্ট) থেকে। এ ছুটি চলবে আগামী ১৯ আগস্ট (সোমবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার হতে বিষয়টি জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।