সাজ্জাদ বাসার, কুবি প্রতিনিধি: দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ১৫ দিন পর থেকে শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়া অনুসরন করে সেবাটি গ্রহণ করতে পারবে। কার্যক্রমটির তত্ত্ববধানে থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।
আজ ২৫ নভেম্বর (বুধবার) এ কার্যক্রমের উদ্বোধন করেন কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদ, আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার এ. এম. এম. সাইদুর রশিদ, সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসান ও সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম ।
প্রসঙ্গত, গত ১৬সেপ্টেম্বর- ‘১৫ বছরেও কুবিতে প্রাতিষ্ঠানিক ই-মেইল পায়নি শিক্ষার্থীরা’ সহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতায় এই সুবিধা প্রদানের কার্যক্রম দ্রুত চালুর প্রক্রিয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।