কুমিল্লা নগরীর একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তাঁর মা তাহমিনা আক্তার (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে কালিয়াজুড়ি খেলার মাঠ সংলগ্ন একটি ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানান, প্রায় সাড়ে তিন বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম তার বাসাটি ভাড়া নেন। নুরুল ইসলামের মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার, মেয়ে সুমাইয়া আফরিন ও দুই ছেলে সেখানে বসবাস করছিলেন। গতকাল রোববার দুই ছেলে ঢাকায় ছিলেন। রাতে বাসায় ফিরে ঘরের দরজা খোলা অবস্থায় পান। ভেতরে ঢুকে মা ও বোনকে অচেতন অবস্থায় দেখতে পান। নড়াচড়া না করায় ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে ভোরে মরদেহ উদ্ধার করে।
আনিছুল ইসলাম আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রোববার সকালে মধ্যবয়সী এক ব্যক্তি বাসায় প্রবেশ করেন। সকাল ৮টার দিকে ঢোকার পর সাড়ে ১১টার দিকে বের হয়ে যান। পরে তাকে আবারও বাসায় ঢুকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আটকে গেছে ভাসানচর প্রকল্প: ১ লাখের জায়গায় ৪ বছরে গেছে মাত্র ৩৭ হাজার রোহিঙ্গা
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।