নিজের স্বজাতি কুমিরকে গিলে খাচ্ছে একটি কুমির। অবিশ্বাস্য হলেও সত্যিই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে অনেকে অবাক হলেও কেউ কেউ বলছেন ভিডিওটিতে ধরা পড়েছে প্রকৃতির নির্মম একটি দিক।
কুমির একটি হিংস্র সরীসৃপ প্রাণী। এরা প্রায় ২০ কোটি বছর আগের প্রাণী। অথচ ডাইনোসর বিলুপ্ত হয়েছে সাড়ে ছয় কোটি বছর আগে। অর্থাৎ কুমির বড় বড় বিলুপ্তির পর্যায় পার হয়ে এসেছে। শিকার হিসেবে কুমির ভীষণ দক্ষ।
পানির নিচে ওৎ পেতে থাকার বিশেষ কৌশল রপ্ত করতে সক্ষম কুমির। শিকার কাছাকাছি এলে তাকে বিদ্ধ করে আক্রমণ করে। কুমিরের শিকারের তালিকায় রয়েছে বিভিন্ন সাপ, মাছ ও স্তন্যপায়ী প্রাণী। এমনকি নিজের স্বজাতি কুমিরকে গিলে খেতে কার্পণ্য বোধ করেনা এর।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে এরকম একটি ফুটেজ ভাইরাল হয়েছে। একটি কুমির অন্য কুমিরকে গিলে খাচ্ছে এই ধরনের দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছে সবাই। একটি বড় কুমির পানির মধ্য দিয়ে যাওয়ার সময় ছোট কুমিরকে ধরে ফেলে।
এরপরের ছোট কুমিরকে প্রচন্ড আক্রমণ করে যেন তা নিস্তেজ হয়ে পড়ে। ফলে ছোট কুমিরটি বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। নিজের স্বজাতি কুমিরকে এভাবে গিলে খাওয়ার বিষয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।
কেউ কেউ বলেছেন এটি হচ্ছে প্রকৃতির নির্মম একটি দিক। ভিডিওটি দেখে অনেকে অবাক হলেও কুমিরের কাছে এটি খুবই সাধারণ একটি বিষয়। কেননা কুমির এমন একটি প্রাণী যে এটি যাকে পরাস্ত করতে পারবে তাকেই খেয়ে ফেলবে।
আসলে যখন মিলনের সময় হয় তখন বড় কুমির স্বজাতির ছোট কুমিরকে প্রতিদ্বন্দ্বী মনে করে। তখন নিজের আধিপতা বজায় রাখার জন্য ছোট কুমিরকে হত্যা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।