জুমবাংলা ডেস্ক : কলাগাছ লাগানোকে কেন্দ্র করে কুমিল্লার দাউদকান্দিতে চাচির হাতে খুন হয়েছেন ভাতিজা সুমন (৩৬)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের মৃত শাহজালালের ছেলে। তিনি নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর কলাগাছ লাগানোকে কেন্দ্র করে চাচি পারুল আক্তারের সঙ্গে তার ভাতিজা সুমনের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি সুমনের অণ্ডকোষে কামড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পারুল ছাড়াও তার স্বামী আলী মিয়া ও ছেলে রাব্বিকে আটক করে। একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, জায়গা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।