কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজ নাটক সাজিয়ে স্বামী আব্দুল করিম ভূঁইয়া (৫২) কে হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকার করেছেন তার স্ত্রী মোসা তাসলিমা বেগম (৪০)। পুলিশ জানিয়েছে, নিহতের দুই ছেলে তানজিদ (১৯) ও তৌহিদ (২১) এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা রাখেনি।
স্থানীয় পুলিশ জানায়, করিম ভূঁইয়া গত ১৩ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। ১৭ সেপ্টেম্বর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে তাসলিমা বেগম জানিয়েছেন, তার স্বামী প্রায়ই মাদকাসক্ত হয়ে পরিবারকে নির্যাতন করতেন। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে, ১৩ আগস্ট তিনি বাড়ির টিউবওয়েলের পাশে কথাকাটাকাটির সময় মোজাম্মেল হক লাঠি দিয়ে করিম ভূঁইয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রাথমিকভাবে লাশ খালে ফেলে দেওয়া হয়, পরদিন মোজাম্মেলের বাড়ির সেপটিক ট্যাংকে হাত-পা বাঁধা অবস্থায় লুকিয়ে রাখা হয়। ৩৫ দিন পর ১৭ সেপ্টেম্বর একটি অজ্ঞাত ফোনের সূত্র ধরে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত মোজাম্মেল, ইসরাফিল ও হাক্কানীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করে এবং পরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিহতের বড় ভাই আমির হোসেন ভূঁইয়া অভিযোগ করেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি করছেন। দেবীদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নিখোঁজের এক মাস পর একটি ফোনের সূত্র ধরে লাশ উদ্ধার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।