কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্তের একটি পুকুরে বিএসএফের দেয়াল নির্মাণ

cumilla

জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্তের একটি পুকুরে দেয়াল নির্মাণ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুকুরটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহি জেলার সোনামুড়া থানার সূর্যনগর এবং কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। দুই দেশের মানুষ তাদের দৈনন্দিন কাজে পুকুরটি ব্যবহার করেন। দেয়াল নির্মাণের ফলে পুকুরটি আর ব্যবহার উপযোগী থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

cumilla

সোমবার দুপুরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায়, ভারতীয় কর্তৃপক্ষ সুরক্ষা দেয়াল নির্মাণ করছে। সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। একপাশে বিএসএফের উপস্থিতিতে দেয়াল নির্মাণ করছেন ভারতীয় শ্রমিকরা। অন্যদিকে সতর্ক অবস্থানে বিজিবি। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এছাড়া, পাশের সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় তিন দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে।

কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা সীমান্তের জিরো পয়েন্টের কিছু অংশে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এখন সেই কাজ চলছে। তবে নকশার বাইরে কাজ করছে কিনা, আমরা সর্বদা তা মনিটরিং করছি। নকশা অনুসারে কাজের কোনো হেরফের হলে পতাকা বৈঠকের মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হয়।

‘দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে’ : হাইকোর্ট

তিনি বলেন, আমরা আমাদের এক ইঞ্চি মাটিও তাদের দখলে যেতে দেব না।