জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় সদর আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারকে প্রধান আসামি এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনাকে আসামি করে মামলা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে কোতয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন মিছিলে গুলিতে আহত জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের আফছার আবদুল হানিম নামে এক শিক্ষার্থীর বাবা আফছার আবদুল হাসিব।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন। তিনি বলেন, মামলায় ৩৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন স্কুল-কলেজ থেকে খণ্ড খণ্ড মিছিলসহ ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতা জিলা স্কুলের সামনে এসে জড়ো হতে থাকেন। এদিন দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার একটি গণমিছিল জিলা স্কুল হতে শাসনগাছা যাওয়ার সময় পুলিশ লাইন্সের ১ নম্বর গেট অতিক্রমকালে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করেন। আসামিরা ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধরসহ গুলি ছুঁড়তে থাকলে বাদীর ছেলে আফছার আবদুল হানিমের ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। হামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ইভা, ছাত্র সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা রক্তাক্ত জখম হন। আহতরা স্থানীয় পথচারীদের সহায়তায় কুমিল্লা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এমপি বাহারকে হুকুমের আসামি এবং তার অনুসারী আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুসহ বেশ কয়েকজন সিটি কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও দলের মহানগর, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সমর্থককে আসামি করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, ঘটনার পর থেকে আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।