
জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার সদর দক্ষিণে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি বাজারজাতকরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেসার্স রেহানা ওয়েল মিল নামে তেল কারখানা ও খাদিজা ফুড প্রোডাক্ট এ দুই প্রতিষ্ঠান জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সকাল ১০টায় উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার শহিদুল ইসলাম, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সদর দক্ষিণ থানার এএসআই আশরাফসহ তার সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে বিএসটিআই ফিল্ড অফিসার শহিদুল ইসলাম বাসসকে বলেন, প্রতিষ্ঠান দুইটি বিএসটিআইয়ের লোগো ব্যবহার করেন যার কোন অনুমতি নাই, মেয়াদ উর্ত্তীণ মালামাল ব্যবহার, নোংরা পরিবেশের কারণে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। উপযুক্ত প্রমাণ পাওয়ায় বিএসটিআই আইনে কারখানার মালিকদের ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করে এবং আগামী এক মাসের মধ্যে কার্য পরিবেশ উন্নত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।