জুমবাংলা ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লার চান্দিনায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তৃতীয় পর্যায়ের নির্মাণাধীন ঘরগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে। আজ সকাল সাড়ে ১০ টায় নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউল হক মীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে উপহার হিসেবে চান্দিনা উপজেলার নির্মাণাধীন গৃহ নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিতে উপজেলার পৌর সদরসহ পাঁচটি ইউনিয়ন পরিদর্শন করে নিদিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নিবার্হী কমকর্তা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউল হক মীর বাসসকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন ছিল দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় চান্দিনা উপজেলায় সকলের সহযোগিতা ফেলে চলতি মাসের ২৮ এপ্রিল এর মধ্যে নির্মাণধীন ঘরগুলো ভূমিহীনদের কাছে বুঝিয়ে দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।