জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় আজ জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ২টি মাটি কাটার ড্রেজার মেশিন ও ১টি এস্কেভেটর ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল সাড়ে ৯ টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড়কলাগাঁত্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আশরাফুর নাহার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর নাহার বাসসকে বলেন, উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড়কলাগাঁও এলাকায় অসাধু ব্যবসায়ী অবৈধ পন্থায় ড্রেজার বসিয়ে মাটি কাটার ব্যবসা পরিচালিত করে আসছিল। এ রকম অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ টি ডেজার মেশিন ও ১টি এস্কেভেটর জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানের সময় ড্রেজারের মালিক পালিয়ে যায়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে চান্দিনা থানার একদল পুলিশ অংশ নেয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।