জুমবাংলা ডেস্ক: কুমিল্লার চান্দিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বেলা ১১টায় চান্দিনা উপজেলার পৌর বাজার এবং আলেখারচর এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বাসসকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুুত ও সংরক্ষণের অভিযোগে মেসার্স গাউছিয়া হোটেলকে ৩ হাজার টাকা, অন্যায্য দামে তরমুজ বিক্রি করায় রমিজ মিয়ার ফলের দোকানকে ১ হাজার টাকা, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করায় মাস্টার মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং মদিনা ফুড ও বেকারিকে ৩ হাজার টাকাসহ মোট ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোড এলাকায় বেশি দামে রড ও সিমেন্ট বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করা হয়।
এসময় স্যানিটারি ইন্সপেক্টর নীলনাড়া ইয়াছমিন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।