
Advertisement
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের নামাজের জন্য বাড়ি থেকে বের হওয়া এক প্রবাসী যুবক ট্রাকের চাপায় নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চৌদ্দগ্রাম লাকসাম আঞ্চলিক সড়কে ঘটে।
নিহত যুবকের নাম শাহজালাল (২৫), তিনি উপজেলার চান্দিশকরা গ্রামের মফিজ মিয়ার ছেলে। চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই শাহাদাত জানান, শাহজালাল প্রবাসে অসুস্থ থাকায় চিকিৎসার জন্য দেশে এসেছিলেন। সোমবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান।
চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন জানান, নিহতের লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।