জুমবাংলা ডেস্ক: মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদকে (রবিবার) কুমিল্লার দেবীদ্বারে আজ সমাহিত করা হবে। খবর ইউএনবি’র।
সকালে তাকে কুমিল্লা টাউন হল ময়দানে আনা হয়েছে। সকাল ১০টায় তৃতীয় জানাজা শেষে কুমিল্লার দেবীদ্বার উপজেলার নিজ গ্রাম এলাহাবাদে ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ এর কার্যালয়ের সামনের মাঠে তার চতুর্থ ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হবে অধ্যাপক মোজাফফর।
এর আগে শনিবার রাত পৌনে আটটায় নিজ গ্রাম কুমিল্লা দেবীদ্ধারের এলাহবাদে আনা হয়।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শনিবার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) জানানো হয়। পরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোজাফফরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৯৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.