জুমবাংলা ডেস্ক: সড়কের ফুটপাত দখল, মেয়াদ উর্ত্তীণ খাদ্যদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে আজ সকালে সাড়ে ৯টায় কুমিল্লার বুড়িচং উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।
তিনি বাসসকে বলেন, জেলার বুড়িচং- ব্রাহ্মণপাড়া সড়কের ফুটপাত দখল করে ফলের দোকান দিয়ে প্রতিবন্ধকতা করার অভিযোগে আব্দুল মান্নান নামের এক ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার মহিষমাড়া মিয়ার বাজারের আবুল ষ্টোরে মেয়াদ উর্ত্তীণ কোমল পানীয় বিক্রির অভিযোগে ৪ হাজার টাকা, মোঃ মাহবুবুর রহমান সু ষ্টোর ও মোঃ রাসেল সারওয়ার সু ষ্টোর দোকানে জুতার অতিরিক্ত দাম নেয়ায় দুটি দোকান কে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন বুড়িচং থানার এস আই মোঃ শরীফুর রহমান সঙ্গীয় ফোর্স উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট পেশকার মোঃ জাহিদুর রহমান, মীর হোসেন প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।