জুমবাংলা ডেস্ক: আনন্দমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচংয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটারদের সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। সোমবার বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে এলাকার লোকজন ভোটকেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। শুরুতে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের বেশি উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটাররাও সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে যাচ্ছেন। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের পরিবেশ শৃঙ্খল রাখতে কাজ করছেন। ভোটারদের নানাভাবে সহযোগিতা করতে দেখা গেছে তাদের।
সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি ফিরছেন ৭০ বছরের বৃদ্ধ তৈয়ব মজুমদার। তিনি বাসসকে বলেন, সুস্থ-সুন্দর পরিবেশে ভোগান্তি ছাড়া ভোট দিয়েছি। সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে এসেছি। অল্প সময়ের মধ্যে ভোট দিতে পেরেছি।
জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেছেন হরিণধরা গ্রামের বাসিন্দা কলেজ ছাত্রী তাসপিয়া আক্তার। তিনি বাসসকে বলেন, সকাল ৯ টায় দিকে ভোটকেন্দ্রে এসে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ২০ মিনিটের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছি। তাসপিয়া আরও বলেন, প্রথমবারের মতো ভোট দিতে পেরে অনেক আনন্দ লাগছে। ভোটকেন্দ্রে আসার সময় এক ধরনের ভয় কাজ করছিল। কেন্দ্রের ভেতরে বা বাহিরে কোনো ধরনের সমস্যা বা সংঘাত হতে পারে এমন একটা আশঙ্কা থেকেই ভয় কাজ করছিল। তবে ভোটকেন্দ্রে এসে সে ধরনের কোনো পরিস্থিতি দেখেননি বলে জানান তিনি।
এ ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোশাররফ বলেন, সকাল থেকে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।