জুমবাংলা ডেস্ক : কুমিল্লার দেবীদ্বারে ১৪ পুলিশসহ ৩৫ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে দেবীদ্বার থানা পুলিশ ১৪ জন, মোগসাইর গ্রামে ১৫ জন এবং গুণাইঘর, চাপানগর ও বারেরা গ্রামে একজন করে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বারেরা গ্রামের এক প্রসুতির মৃত্যু ঘটে। এ পর্যন্ত দেবীদ্বার উপজেলায় মোট আক্রান্ত ৭৭ জন এবং মোট মৃত ৮ জন। যা কুমিল্লা জেলার মধ্যে সর্বোচ্চ। জেলা সিভিল সার্জন অফিস ও দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর এ তথ্য জানান।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদা আক্তারের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মেদ কবিরসহ একদল সেনা সদস্য এবং স্থানীয় ইউছুফপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধূরী উপজেলার ইউছুফপুর ইউনিয়নের করোনায় ঝুকিপূর্ণ মোগসাইর গ্রামে গিয়ে সম্পূর্ণ গ্রামকে লকডাউন ঘোষণা করেছেন।
বুধবার রাতে মোট ৪৯ জনের রিপোর্টে আসে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে আরো ৬জনের পজেটিভ এবং বিকালে ১০জনের পজেটিভ রিপোর্ট আসে তার মধ্যে ইউসুফপুর ইউনিয়নের মোগসাইর গ্রামের আক্রান্তদের ১৫ জন সম্প্রতি করোনায় মৃত লীল মিয়ার (৪০) স্বজন ও প্রতিবেশী। রবিবার তার পরিবার এবং প্রতিবেশী ১৮ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ, যার মধ্যে ১৫ জন আক্রান্ত পাওয়া যায়। গত ৭ মে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে লীল মিয়া মারা যান। তিনি স্থানীয় এগারগ্রাম বাজারে ফল ব্যাবসা করতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, একজন ব্যক্তির সংক্রমণ থেকে ১৫ জন আক্রান্ত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার। জনগণকে সচেতন করার জন্য প্রশাসনের দিবা-রাত্রি সর্বোচ্চ চেষ্টা থাকা সত্বেও দেবীদ্বারে করোনার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। তিনি সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে আরও বলেন, এ সংকটময় সময়ে সকলকে সচেতন ও সতর্ক থেকেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবে না।র
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।