Advertisement
জুমবাংলা ডেস্ক: কুুমিল্লা জেলায় বন্ধু সোশ্যাল ফেয়ার সোসাইটির উদ্যোগে ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকায় বন্ধু কার্যালয়ে তৃতীয় লিঙ্গের এসব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ মহিউদ্দিন, জেলা সমাজসেবা উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান।
এসময় প্রতি জনকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি মশুর ডাল, সয়াবিন তেল, লবন ও পোলার চাল বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর আবিদ হোসেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, বন্ধু সোশ্যাল ফেয়ার সোসাইটির সদস্য মোঃ সাইদুর রহমান প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।