জুমবাংলা ডেস্ক : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জখম হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৭টায় উপজেলার নাথেরপেটুয়া পশ্চিমবাজার তোপা মোড়েই এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উত্তর হাওলা ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের মামুনুর রশিদ সোহাগ।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে নাথেরপেটুয়া বাজার থেকে মোটরসাইকেল করে ভরল্লা নিজ বাড়িতে যাচ্ছিলেন তারা। বাজার থেকে পশ্চিম দিকে তোপা মুড়েই এলে ২০-২৫ জনের একদল যুবক হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে যুব ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গুরুতর আহত হন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা ভয়ে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। একপর্যায়ে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে স্বজনরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোহরগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।