Advertisement
জুমবাংলা ডেস্ক: ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লায় ২৫টি অসহায় পরিবারের মাঝে ৫০ বান ঢেউটিন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর মুন্সেফ বাড়িতে কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন।
এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যন এড. মো.আমিনুল ইসলাম টুটুল বাসসকে বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৫টি অসহায় পরিবারের মাঝে দুই বান করে ৫০ বান ঢেউটিন এবং প্রত্যেকে ৬ হাজার করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যন এড. মো.আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু মুছা সরকার প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।