
জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলার চান্দিনায় ভারী প্যাকেটে পণ্য বিক্রি, পণ্যে মূল তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদেরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বেলা ১১টায় জেলার চান্দিনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ অভিযান পরিচালনা করেন। এ সময় ৭ জন অসাধু ব্যবসায়ীকে বিভিন্ন অপরাধে ২৪ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয় ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ বাসসকে জানান, বাজারের অধিকাংশ ফল ব্যবসায়ী ৭০-১শ গ্রাম ওজনের প্যাকেটে ফল বিক্রি করে আসছে। এমন একাধিক ক্রেতাদের অভিযোগ রয়েছে। অপরদিকে, অনেক মিষ্টি দোকানেও ভারি প্যাকেটে মিষ্টি বিক্রি করছে যার প্রতিটি প্যাকেটের ওজন প্রায় আড়াইশ গ্রাম। এতে প্রতিনিয়তই ক্রেতারা প্রতারিত হচ্ছে। ওইসব অভিযোগের ভিত্তিতে কয়েকজন দোকানীকে জরিমানা করে সতর্ক করেছি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় চান্দিনা থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।