Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনায় আক্রান্ত পালিয়ে যাওয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের হাসানকে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ আটক করে লকডাউন করেছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি জানান, গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে উপজেলার নাইঘর বড় বাড়ি গ্রামের ওই যুবক বাড়িতে আসেন। খবর পেয়ে ২৬ তারিখ তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফল পজিটিভ আসে।
বৃহস্পতিবার বিকালে তার বাসায় গেলে যুবকের মা জানান, সে ২৬ এপ্রিল বিকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেছে। পরে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



