জুমবাংলা ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণের লাগাম টেনে ধরতে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। কঠোর বিধিনিষেধ আরোপকালে নিম্ন আয়ের মানুষ যেন ক্ষুধার কষ্ট না পায় সে ব্যাপারে সদাজাগ্রত রয়েছে কুমিল্লা জেলাপ্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ঋষিপল্লীতে বসবাসরত মুচি ও নিম্ন আয়ের ১৭০ টি পরিবারের মাঝে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উন নবী তালুকদার।
এ বিষয়ে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন বাসসকে বলেন, কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষ যেন ক্ষুধার কষ্ট না পায় সে বিষয়টি খেয়াল রেখেই কুমিল্লা জেলাপ্রশাসন খাদ্য দ্রব্য সরবহরাহ করছে।
বিতরণকৃত উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি, সেমাই দুধ, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্য দেওয়া হয়েছে। জেলাপ্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।