জুমবাংলা ডেস্ক: প্রতিষ্ঠার ১৩ বছর পর আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ সমাবর্তনকে ঘিরে প্রস্তুত হচ্ছে বিশ্ববিদ্যালয়টি। খবর ইউএনবি’র।
সংশ্লিষ্টরা জানায়, সকলের অংশগ্রহণে একটি স্বার্থক সমাবর্তন উপহার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথমবারের মতো হতে যাওয়া এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজান ৮৮৮ শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
এদিকে, সমাবর্তনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ক্যাম্পাসের স্মৃতি আর জুনিয়র সিনিয়রদের সাথে একই মঞ্চে সার্টিফিকেট গ্রহণের কাঙ্ক্ষিত মুহুর্তের অপেক্ষায় রয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের বলেন, ‘সমাবর্তনের কাজ পুরোদমে চলছে। এতে ২ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে, যার মধ্যে ১৪ জন শিক্ষার্থী চ্যান্সেলর স্বর্ণ পদক পাবেন।’
সবার সহযোগিতায় সমার্তন অনুষ্ঠানটি সুন্দরভাবেই শেষ হবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।